স্টাফ রিপোর্টার ::
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা এই অনুষ্ঠানের আয়োজন করে। মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্টাতা ও পরিচালক মাওলানা আলতাফুর রহমান।
মাওলানা মাসরুফ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মাদ আব্দুন নাসের, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী, সাধারণ স¤পাদক এম নবী হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক জহির উদ্দিন তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক ফেরদৌসুর রহমান, যুবলীগের আহ্বায়ক আবুল খয়ের প্রমুখ।
অনুষ্ঠানে এমপি মোয়াজ্জেম হোসেন রতন মাদ্রাসার উন্নয়নে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।