স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশনে থামছে না কয়লা ও চুনাপাথর চুরির ঘটনা। বুধবার ভোরে আমদানিকারকদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা নদীরপাড় থেকে ৫ম দফায় ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৪.৪ মে.টন চোরাই কয়লাসহ আনোয়ার হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের রতনপুর গ্রামের নুর জামালের ছেলে।
তাহিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকার গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা নদীর পাড়ে লুকিয়ে রাখা ১২০ বস্তা চোরাই কয়লাসহ আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় আনোয়ার হোসেনকে গ্রেপ্তারসহ আরো দু’জনকে পলাতক দেখিয়ে অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে এসআই মৃদুল কান্তি সরকার বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।