স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনকে অভিনন্দন জানিয়ে তাহিরপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন প্রমুখ।