স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। তিনি বলেন, ভাষার জন্য একমাত্র বাঙালিরাই জীবন দান করেছেন। পৃথিবীর কোথায়ও ভাষার জীবন দেয়নি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে সকলে। এই একুশে ফেব্রুয়ারি দিনটি আমাদের অস্তিত্বের সাথে যুক্ত রয়েছে। এই জন্য এই দিনটি সারা বিশ্বে পরিচিতি রয়েছে।
সহকারী কমিশনার মোহাম্মদ মহিবুল্লাহ আপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাড. সামছুল আবেদীন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র আইনজীবী মুক্তিযোদ্ধা আলী আমজদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন।
আলোচনা সভা শেষে জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের উপস্থাপনা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিশু একাডেমির উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, ছড়া, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ছিল সুন্দর হাতের লেখা, ছড়া, কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতা ছিল। পুরস্কার বিতরণের সময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।