স্টাফ রিপোর্টার ::
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শ্রমিক লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ-এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী র্যালি সহকারে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন। এর আগে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে জেলা শ্রমিক লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ বলেন, ভাষার জন্য জীবন দিয়েছে এমন জাতি বাংলাদেশ ছাড়া বিশ্বের কোথাও নেই। বাংলা ভাষার মধ্যে যে সুপ্ত চেতনাবোধ লুকায়িত ছিল, তা পরে বিকশিত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সুদূরপ্রসারী ভূমিকা রেখেছে। ভাষা আন্দোলন আমাদের দেশপ্রেমের শিক্ষা দেয়। প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা দেয়। তিনি আরও বলেন, একুশের চেতনায় আমাদের উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি দেশের উন্নয়নে বাধাদানকারী অপশক্তিকে মোকাবেলা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মহসীন আহমদ, হানিফ মিয়া, যুগ্ম স¤পাদক গোলাম হাফিজ, রাসেল চৌধুরী, নাজমুল ইসলাম ইমন, সাংগঠনিক স¤পাদক দিদারুল বাশার অপু, জাহাঙ্গীর আলম, প্রচার স¤পাদক পল্লব ভট্টাচার্য্য, সহ- প্রচার স¤পাদক আমির হোসেন, দপ্তর স¤পাদক শাহিন মিয়া, শ্রমিক লীগ নেতা আবুল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক স¤পাদক ফারুক আহমদ সুজন, সাবেক যুবলীগ সদস্য কেএম শহীদুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ স¤পাদক মিঠুন চন্দ, পৌর শ্রমিক লীগের সভাপতি আবু সালেহ, সাধারণ স¤পাদক তৈয়বুর রহমান, সহ সভাপতি মো. সাজেদ মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম, তাজমুল ইসলাম রকি, ফাহিম আহমদ, তুষার আহমদ প্রমুখ।