স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার বিভিন্ন সীমান্তে পৃথক পৃথক বিওপির অভিযানে ভারতীয় মদ, কয়লা ও নাসির উদ্দিন বিড়ি জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমাছড়া থেকে বালিয়াঘাটা বিওপির একটি টহল দল ১৪৪০ কেজি ভারতীয় কয়লা আটক করে। অপরদিকে একই বিওপির পৃথক অভিযানে পূর্ব লাকমা থেকে ১৮০০ কেজি ভারতীয় কয়লা ও চাঁনপুর বিওপির একটি টহল দল বড়দল উত্তর ইউনিয়নের রাজাই থেকে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে। একই রাতে পৃথক অভিযানে বাদাঘাট উত্তর ইউনিয়নের সাহিদাবাদ থেকে লাউড়েরগড় বিওপির একটি টহল দল ৩ হাজার পিস ভারতীয় শেখ নাসির উদ্দিন বিড়ি আটক করে, বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর নামক থেকে চাঁনপুর বিওপির একটি টহল দল ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, পিবিজিএম জানান, জব্দকৃত ভারতীয় মালামালের মূল্য ৮৩ হাজার ৯শ টাকা। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ এবং কয়লা ও বিড়ি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করা হয়েছে।