1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দি অপটিমিস্টস-এর শিক্ষাবৃত্তি বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

সুনামগঞ্জে যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংস্থা ‘দি অপটিমিস্টস’-এর উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়–য়া ৪৩জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে দুই লাখ ৯৪ হাজার টাকা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
১০ম শ্রেণি পড়–য়া ৩৭ জন শিক্ষার্থীকে ছয়মাসের শিক্ষা সহায়তা হিসেবে ছয় হাজার টাকা করে এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়পড়–য়া আরও ছয়জনকে একই সময়ের জন্য ১২হাজার টাকা করে প্রদান করা হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি পড়া পর্যন্ত এবং অন্যরা সম্মান (অনার্স) কোর্স পর্যন্ত এই সহায়তা পাবেন।
আয়োজক সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের পরিচালক ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষাবৃত্তি প্রদানকারীদের একজন এহতেশামুল কিবরিয়া, সুনামগঞ্জে সংগঠনের অতিরিক্ত জেলা পরিচালক সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল হক, প্রকল্প পরিচালক শিক্ষক কানিজ সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবক মো. রাজু আহমেদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র গৌরব দাস, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কবির হোসেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. রুকনুজ্জামান।
বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বপ্ন-আশাবাদ নিয়ে এগিয়ে যেতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না। লক্ষ্য সামনে রেখে পরিশ্রম করতে হবে। তাহলেই সফলতা আসবে। তিনি যেসব প্রবাসীরা শিক্ষার্থীদের এই বৃত্তি দিচ্ছেন তাঁদের ধন্যবাদ জানান।
২০১৫ সাল থেকে সুনামগঞ্জে এই সংগঠনের কার্যক্রম শুরু হয়। জেলায় এ পর্যন্ত ৩৪১ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশী প্রবাসী ব্যক্তিরা শিক্ষার্থীদের এই বৃত্তির অর্থ দিয়ে থাকেন। সুনামগঞ্জে সংগঠন পরিচালনায় যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com