স্টাফ রিপোর্টার ::
জেলা জাসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জাসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ ত ম সালেহ (৭৫) আর বেঁচে নেই। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ কন্যা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভোগছিলেন।
মরহুমের ছোট ভাই আ ত ম মিছবাহ বলেন, গত ২০ ফেব্রুয়ারি আ ত ম সালেহকে অসুস্থতাজনিত কারণে সদর হাসপাতালে নিয়ে যান। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেল ৫টায় শহরের হাছননগরস্থ মরহুমের নিজ বাসভবনে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ পুলিশ প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা চত্বরে মরদেহ নেয়া হয় নাগরিক শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে জেলা আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসহ সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান সংসদসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজের পর জানাজার নামাজ শেষে শহরের মরাটিলা কবরস্থানে তাঁর দাফন স¤পন্ন হয়।
সুনামগঞ্জ পৌরসভা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ প্রেসক্লাব, খেলাঘর সুনামগঞ্জ, জেলা ক্রীড়া সংস্থা, জেলা শিল্পকলা একাডেমি, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট সুনামগঞ্জ, শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সংগঠন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদা রেজা চৌধুরী, খেলাঘর সুনামগঞ্জের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের ডাক স¤পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ স¤পাদক রওনক বখত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতা নৃপেশ তালুকদার নানু, অ্যাড. খায়রুল কবির রুমেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাডভোকেট শামসুল আবেদীন, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট শেরেনূর আলী, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, সিরাজুর রহমান সিরাজ, ইশতিয়াক শামীম, অ্যাডভোকেট শুকুর আলী, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ হোসাইন নাহিদ, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম, দপ্তর স¤পাদক লিটন সরকার, জেলা জাসদের সভাপতি ইনামুজ্জামান চৌধুরী, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লোকমান আহমেদ, সাংবাদিক কেজি মানব তালুকদার, পঙ্কজ দে, অ্যাডভোকেট খলিল রহমান, পৌর কাউন্সিলর আহসান জামিল আনাস, সাংবাদিক সিরাজুল ইসলাম শ্যামল, শামসুল কাদির মিছবাহ, শিক্ষক আলী হায়দার, জেলা উদীচীর সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, জেলা কমিটির আহ্বায়ক অ্যাড. নাজমুল হুদা হিমেল, সদস্য সচিব জহির আহমেদ সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহাগ মিয়া, জেলা জাসদ নেতা শামীম আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা শুভ বণিক প্রমুখ।
এদিকে দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ স¤পাদক শিরিনা আক্তারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।