স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর ইউসিসিএ লিমিটেডের (বিআরডিবিভুক্ত) ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২টায় সদর উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) অসীম বরণ তালুকদার।
সভায় বার্ষিক আয়-ব্যয় হিসাব ও সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা বিআরডিবি;র জুনিয়র অফিসার মশিউর রহমান।
সভায় বক্তারা বলেন, প্রত্যেকের সমিতিকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। এই সমিতির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন হয়। তাঁরা বলেন, অনেক খেলাপী ঋণ আছে। এই ঋণ আদায় হলে সমিতির অনেক লাভ হবে। প্রত্যেক গ্রামে সমিতি আছে। সমিতিকে সক্রিয় করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষকে সমিতির আওতায় নিয়ে আসতে হবে।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেডের সদস্য সমরু মিয়া, ভাটি সাফেলা কৃষক সমবায় সমিতির সভাপতি সমশের আলম, হাসনবসত কৃষক সমবায় সমিতির সভাপতি ইসলাম উদ্দিন, সদস্য রফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সাকেরা বেগম।