স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলপনা অঙ্কন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আলপনা অঙ্কন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি বিজন সেন রায়, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, চারুকলা প্রশিক্ষক দীপেন্দ্র নারায়ণ চৌধুরী স্বপন, হিরেন্দ্র তালুকদার মঞ্জু, চিত্রশিল্পী শুভ এষ, শুভ রায়, পল্লব ভট্টাচার্য্য প্রমুখ।
এর আগে রবিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সুনামগঞ্জ লোক সংস্কৃতি সংগ্রহশালায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয় রাজশ্রী রানী আরাধ্যা, দ্বিতীয় হয় শীর্ষেন্দু চৌধুরী এবং তৃতীয় স্থান লাভ করে আয়েশা আলী নওমি। খ বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে বর্ণিল তালুকদার অর্ণ, নাজমুস সালেহীন ফাইয়াজ, নিশাত সাইয়ারা সাবা। গ বিভাগে প্রীতম দাশ প্রথম, প্রজ্জল চৌধুরী দ্বিতীয় এবং নিশাত সালসাবিল জাহা তৃতীয় স্থান লাভ করে।