মধ্যনগর উপজেলা উন্নয়ন পরিষদ সিলেটের এক সাধারণ সভা গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শিক্ষক তরুণ কান্তি সরকার। সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. হাকিম উদ্দিন, প্রাক্তন সভাপতি শিক্ষক আমিনুল ইসলাম তালুকদার, সিনিয়র সহ সভাপতি শিক্ষক বাহার উদ্দিন আকন্দ, সহ সভাপতি মনোরঞ্জন তালুকদার, বাবুল সরকার, সিনিয়র সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুল হক বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, রূপক কিরণ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কাস্টমস কর্মকর্তা অঞ্জন সরকার, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবির, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন বাবু, সহ ক্রীড়া সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ব্যাংকার দিবাকর সরকার শেখর, কার্যনির্বাহী সদস্য ব্যাংকার রাহুল সরকার, প্রভাষক জহিরুল ইসলাম, প্রাক্তন ক্রীড়া সম্পাদক সুব্রত ভট্টাচার্য্য, দিপু রায়, হিমাংশু সরকার রিংকু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষক আমিনুল ইসলাম তালুকদারকে সভাপতি ও ফ্রিল্যান্স সাংবাদিক বিনয় ভূষণ তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২০২৩-২৪ইং বর্ষের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার মো. হাকিম উদ্দিন। শেষে নৈশ্যভোজে সকলকে আপ্যায়িত করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি