স্টাফ রিপোর্টার ::
সাস্টিয়ান সুনামগঞ্জ-এর উদ্যোগে সুনামগঞ্জ সদরের হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামগঞ্জের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান সুনামগঞ্জ ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা মহামারির সময় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা; বিগত বন্যার পর জেলার বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে নগদ অর্থ ও গৃহ নির্মাণ সামগ্রী প্রদান; কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ঈদ বস্ত্র, শুকনো খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) শনিবার পৌর শহরের হোসেন বখত ফরিদা বখত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম আহমদ সৈনিক, আরও ছিলেন প্রধান শিক্ষক সাফিয়া বেগম, সহকারী শিক্ষক দীপ্তি পাল, মারজানা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আফতারুল ইসলাম, সাস্টিয়ান অর্থনীতি ৫ম ব্যাচের মোহাম্মদ গোলাম আজাদ, সমাজবিজ্ঞান ৯ম ব্যাচের মারুফ আহমদ মান্না, সাস্টিয়ান সুনামগঞ্জের সভাপতি সাহেরীন আহমদ চৌধুরী মিশুক, সহ-সভাপতি মাহবুবুল আলম মাহি, সাধারণ স¤পাদক তারেফ রহমান জেম ও যুগ্ম সাধারণ স¤পাদক সিদ্ধার্থ সরকার।
প্রধান অতিথি সুনামগঞ্জ পৌরসভার মেয়র তার বক্তব্যে বলেন, দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেও সুনামগঞ্জের স্থানীয় সাস্টিয়ানরা মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করছে তা প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতেও পার¯পরিক সহযোগিতার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।