1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শিশুমৃত্যু কমাতে সদর হাসপাতালে ‘স্ক্যানু’ চালু

  • আপডেট সময় রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

 

স্টাফ রিপোর্টার ::
শিশুমৃত্যু কমাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে শেখ রাসেল বিশেষায়িত সেবা কেন্দ্র (স্ক্যানু) চালু হয়েছে। শনিবার এই সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. মো. আনিসুর রহমান বলেন, ¯েপশাল কেয়ার নিউবর্ন ইউনিটটি মূলত আইসিইউর মতো কাজ করে। এই ইউনিটে সময়ের আগে জন্ম নেওয়া ও কম ওজনের নবজাতকদের বিশেষ সেবা দেওয়া হবে। সেখানে শিশুদের যেন সঠিকভাবে চিকিৎসা দেওয়া যায়, এটি আমরা নিশ্চিত করব।
তিনি আরও বলেন, একজন নবজাতক শিশু ওই সময়টাতে কথা বলতে পারে না। তারা নির্ভর করে অনেকটা মা আর পরিবেশের ওপর। এখন যেহেতু স্ক্যানু সিস্টেম থাকছে, সেখানে সবধরনের সুযোগ-সুবিধা থাকছে, যে কারণে শিশু মৃত্যুর শঙ্কা কমে যাবে।
ডা. মো. আনিসুর রহমান বলেন, হাসপাতালের ওই ইউনিটে নবজাতকদের জন্য রয়েছে বিশেষ ধরনের ১০টি শয্যা। নবজাতকের সেবায় স্ক্যানু দারুণ ভূমিকা রাখবে বলে আশা করছি। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সগণ সার্বক্ষণিক এর দেখভাল করবেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা হলে তারা জানান, মূলত পাঁচটি কারণে শিশুদের স্ক্যানুতে রাখার প্রয়োজন পড়ে। ওজন কম হয়ে জন্মলাভ করা, অপরিপূর্ণ অবস্থায় জন্মলাভ, জন্মের পর রোগাক্রান্ত হওয়া, জন্ম থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া অথবা নিঃশ্বাস নিতে না পারা ও জন্ম থেকে জন্ডিসে আক্রান্ত শিশুদের স্ক্যানুতে রেখে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার শেখ রাসেল বিশেষায়িত সেবা কেন্দ্র (স্ক্যানু) উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, ডা. মো. হযরত আলী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. গৌতম তালুকদার, ডা. বিষ্ণুপ্রসাদ চন্দ, শিশু বিশেষজ্ঞ ডা. আশুতোষ সিংহ, ডা. এনামুল হক খান, মেডিকেল অফিসার ডা. জহর লাল শিপলু, ডা. সৈকত দাস, সহকারী সেবা তত্ত্বাবধায়ক ফাতেমা বেগম, সেবা তত্ত্বাবধায়ক নীভা রানী সুতার, নার্সিং অফিসার বুরহান উদ্দিন, মোস্তাফিজুর রহমান, সিনিয়র স্টাফ নার্স রুবি আক্তার, রুনা আহমেদ, সূচিত্রা রায়, মরিয়ম আক্তার, স্টোর কিপার সুলেমান আহমদ, প্রধান সহকারী রইচ মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com