স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান শিক্ষক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক মিয়া, এমদাদুল হক চৌধুরী মামুন, সমাজসেবক আলী আহমেদ, মাহবুবুর রহমান চৌধুরী হুমায়ুন, আসকর আলী, নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।