স্টাফ রিপোর্টার ::
৫১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদের চালানসহ দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ ডিবি পুলিশ। আটককৃতরা হল দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম সবুজ (২৭) ও বিশ্বম্ভরপুর উপজেলার উত্তর কাপনা (গুচ্ছগ্রাম) গ্রামের মৃত মো. মিন্তাজ আলীর ছেলে ওয়াজকুরুনী (২৬)। শনিবার বিকেল সাড়ে ৫টায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মাসুদ আলম।
সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি নন্দন কান্তি ধর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যে কোন অপরাধ দমনে আমাদের অভিযান চলবে।