স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত জেলার একমাত্র ইংলিশ ভার্সনের স্কুল ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল’-এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
দিরভর নানা প্রতিযোগিতার পর বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হাসান, সহকারী শিক্ষক নাজিরা জাহান চৌধুরী, দিপায়ন চৌধুরী, রুমা চক্রবর্তী, ফারজানা আক্তার মিতা , আমিনা খাতুন, ¯িœগ্ধা রায়, অভিজিৎ রায় , ফারসিয়া বিনতে আলম, রাকিব হাসান, আব্দুর রাজ্জাক, অভিভাবক প্রতিনিধি রাজ জায়গীরদার, মুন্নী শাহনাজ, শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক বিন্দু তালুকদার, মোরশেদ আলমসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।