স্টাফ রিপোর্টার ::
ফ্রান্স প্রবাসী সুনামগঞ্জের সন্তান মনমোহন দে-এর অর্থায়নে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এই বস্ত্র বিতরণ করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই বস্ত্র অসহায় মানুষদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. সালেহ আহমদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ স¤পাদক অ্যাড. রুহুল তুহিন, কবি মুনমুন চৌধুরী, এপিপি অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, এপিপি অ্যাড. সবিতা চক্রবর্তী, অ্যাড. এনাম আহমেদ, আলফাত উদ্দিন রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক সুবিমল চক্রবর্তী চন্দন প্রমুখ।