স্টাফ রিপোর্টার ::
ছাতকে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকসার চালক নিহত হয়েছে। নিহত মনাই মিয়া (৪০) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র। শনিবার সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে সিলেটের একটি গ্যাস পা¤প থেকে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকসায় গ্যাস লোড করে গোবিন্দগঞ্জে ফিরছিলেন চালক মনাই মিয়া। গোবিন্দগঞ্জের আল মদিনা রেস্টুরেন্ট সংলগ্ন সড়কে আসার পর সুনামগঞ্জ রোড থেকে বেপরোয়া গতির পিকআপ ভ্যান অটোরিকসাটিকে চাপা দেয়। এরপর কৌশলে গাড়িটিকে নিয়ে সিলেটের দিকে দ্রুত গতিতে পালিয়ে যায় পিকআপের চালক। এসময় স্থানীয় লোকজন আশঙ্কা অবস্থায় সিএনজি চালক মনাই মিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানো পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জয়কলস হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকসাটি পুলিশ জব্দ করেছে।