শাল্লা প্রতিনিধি ::
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী এসএম শামীম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে সিলেটের আম্বরখানা এলাকা থেকে শাল্লা থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। এস এম শামীম ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের কসবাহাটির মৃত জাবেদ আলীর ছেলে।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৬টা ৩০মিনিটে এসএম শামীম সংসদ সদস্য জয়া সেনগুপ্তাকে নিয়ে কটূক্তি করে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। এতে সমালোচনার ঝড় ওঠে এসএম শামীমের বিরুদ্ধে। ক্ষোভে ফেঁসে ওঠেন এমপি জয়া সেনগুপ্তার কর্মী-সমর্থকরা। পরে ১২ ফেব্রুয়ারি রাতে ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা অরিন্দম চৌধুরী অপু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে শাল্লা থানায় মামলা দায়ের করেন। তিনি অভিযোগে উল্লেখ্য করেন এসএম শামীম জামায়াত-শিবিরের গুপ্তচর। এরপূর্বেও এসএম শামীম সরকারবিরোধী নানা পোস্ট করেছে নিজ ফেসবুকে। এমন অভিযোগের ভিত্তিতেই বেশক’দিন ধরে হন্যে হয়ে শামীমকে খুঁজছিল পুলিশ। অবশেষে শনিবার সিলেট থেকে এসএম শামীমকে গ্রেফতার করা হয়।
শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এমপি জয়া সেনগুপ্তা মহোদয়কে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক ও মিথ্যা তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে এসএম শামীমকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।