লাইফ স্কিল কম্পিউটার একাডেমির শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সরকার অনুমোদিত ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত শান্তিগঞ্জ উপজেলার ‘লাইফ স্কিল কম্পিউটার একাডেমি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ও প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সের (৩৫ তম ব্যাচের) শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সেমিনার কক্ষে ‘লাইফ স্কিল ক¤িপউটার একাডেমি’র আয়োজনে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল তালুকদারের সভাপতিত্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, শান্তিগঞ্জ এফআইভিডিবি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমেদ। পরে অতিথিবৃন্দ লাইফ স্কিল ক¤িপউটার একাডেমির প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন লাইফ স্কিল ক¤িপউটার একাডেমির প্রশিক্ষক মেরাজুর রহমান আকাশ, লাইফ স্কিল কম্পিউটার একাডেমির শিক্ষার্থী তামান্না আক্তার, হাফিজা বেগম, খাদিজা বেগম, নাবিলা আক্তার মান্নী, জাহেরা বেগম, ওলিউর রহমান, রকিবুল হাসান, আল মুইজ রাফি, শুভ দেবনাথ, প্রসেনজিৎ পাল, মুরছালিন মিয়া, মোছাদ্দিক আহমেদ, হোসাইন আহমেদ, দিদার আহমেদ প্রমুখ।