স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে আপন খালাতো ভাইয়ের দায়ের কোপে আব্দুল হাদী (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে শুক্রবার রাতে দাফন স¤পন্ন হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল হারুন (২৩) পলাতক রয়েছে।
নিহত আব্দুল হাদী (২৮) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের (চাকমা হাটি) বীর মুক্তিযোদ্ধা আক্কল আলীর ছেলে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন টেকেরঘাটের লাকমা নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে বৃহ¯পতিবার ভোর রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আব্দুল হাদীর।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে চোরাই কয়লার ঘাট নিয়ে আব্দুল হারুন (২৩) ও তার খালাতো ভাই আব্দুল হাদীর (২৮) মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর জের ধরে সন্ধ্যা ৭টার সময় লাকমা নতুন বাজার এলাকায় দিয়ে আব্দুল হাদী ট্যাকেরঘাট যাওয়ার পথে আব্দুল হারুন দা দিয়ে মাথায় কোপ দেয় ও তার সহযোগীরা লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে গুরুতর আহত হয় আব্দুল হাদী। এসময় স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বৃহ¯পতিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালঘাট গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল মিয়া জানান, নিহতের ২০দিন বয়সী এক ছেলে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের বোন জামাই শান্তু মিয়া জানান, আপন খালাতো ভাইয়ের দায়ের আঘাতে আব্দুল হাদীর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে বাড়িতে নিয়ে জানাযা নামাজ শেষে এলাকার কবরস্থান দাফন করা হয়েছে। আমরা মরদেহ দাফন-কাফন নিয়ে ব্যস্ত থাকায় এখনো লিখিত অভিযোগ দায়ের করা যায়নি।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।