স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে কুকুরের কামড়ে শিশুসহ ৬জন আহত হয়েছেন। বৃহ¯পতিবার পৌরএলাকার ইসহাকপুর, ভবানীপুর, উপজেলার পাটলী ও হাড়গ্রাম গ্রামে ঘটনাগুলো ঘটে। আহতরা হলেন জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরের শুকুর আলী (৪০), ভবানীপুরের তারেক মিয়া (৭), পাটলী গ্রামের সুহেল মিয়া (৪৪) ও হাড়গাঁও গ্রামের দেলোয়ার মিয়া (৩৬)। অপর দুই আহতের নাম জানা যায়নি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুগ্ধ তালুকদার জানান, বৃহ¯পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬ জনকে আমরা চিকিৎসা প্রদান করেছি।
এদিকে, জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। এসব বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্টদের কোন কার্যকরী পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।