স্টাফ রিপোর্টার ::
সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলি রানী বৈষ্ণব এবং সিনিয়র শিক্ষক শওকত আলী আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নূরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসীম চন্দ্র বর্মণ, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আবুল হাসান, সহকারী শিক্ষক সুতপা রানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।