স্টাফ রিপোর্টার ::
ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক সালেহ আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি শাহ ফজুন্নুর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ হাজী মুক্তার আলী, আবুল হোসেন, এমদাদুল হক, ইয়াকুব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম আহমদ, সিনিয়র শিক্ষক পীযুষ কান্তি দাশ ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য দুলাল মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক প্রভাষক ফজলুল হক দোলন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মো. মেহেদী হাসান, আ স ম ফজলুল করিম, উম্মে নুসরাত সুলতানা, মো. সোহেল মিয়া, সোহেনা আক্তার, ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও শরীরচর্চা শিক্ষক দিলীপ কুমার দাশ ও সহকারী লাইব্রেরিয়ান শংকর কুমার সরকার প্রমুখ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৫৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৪ জন শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়েছে।