ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩-এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শান্তিগঞ্জ উপজেলায় (অনূর্ধ্ব-১৬) বালকদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ বুধবার জামিয়া ইসলামিয়া পাগলা মাদ্রাসা পুকুরে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলআমিন ও জামিয়া ইসলামিয়া পাগলা মাদ্রাসা সুপার মাওলানা মুনাজির আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মৃদুল চন্দ্র তালুকদার।
মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ৩০জন ছাত্র অংশ নেয়। – সংবাদ বিজ্ঞপ্তি