ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুল হকের সপরিবারে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ছাতক উপজেলা বিএনপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক স¤পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি ছায়াদুজ্জামান ছায়াদ, ছাতক পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ তিতুমীর, সুনামগঞ্জ জেলা বিএনপি যুগ্ম স¤পাদক আবু হুরায়রা ছুরত, ছাতক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হিজবুল বারী শিমুল, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মাহিন, বিএনপি নেতা আব্দুস ছালাম নোমান, চরমহল্লা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইদুল হক, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক স¤পাদক সেলিম আহমদ, দোলারবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফয়জুর রহমান, সাধারণ স¤পাদক আব্দুল মোমিন, উপজেলা ছাত্রদল সদস্য সচিব আব্দুল বাকি মুহিত, ছাত্রনেতা এমদাদুল হক ইমন, মাহবুব আহমেদ, সাচ্চা আবেদীন, নাইম আহমদ, জগলু মিয়া, নুর উদ্দিন, আবুল লেইছ, নুর উদ্দিন, কামাল উদ্দীন, ইলিয়াছ আহমদ, সৈয়দ আহমদ, সামছুল ইসলাম, নেছার আহমেদ প্রমুখ।