দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দিরাই পৌর শহরে র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিরাই প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর-এর সভাপতিত্বে এবং মানবজমিন দিরাই প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, দিরাই সরকারি কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সন্দীপন দাস, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, হুমায়ুন রশীদ লাভলু, থানার সেকেন্ড অফিসার মিন্টু চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশি দাস, প্রেসক্লাব সেক্রেটারি জিয়াউর রহমান লিটন প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ স¤পাদক রাহাত মিয়া, ঠিকাদার আমিরুল ইসলাম বাপ্পু, সাংবাদিক আবু হানিফ চৌধুরী, আব্দুল বাছির সরদার, সৈদুর রহমান তালুকদার, জাকারিয়া হোসেন জুসেফ, রোকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, আক্তার সাদিক, মুহিবুর রহমান, রবিনুর চৌধুরী, দিপু বণিক, কবি সুব্রত কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে রজতজয়ন্তীর কেক কাটা হয়।