1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে ৬ কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথপুর সদর বাজারের মার্কেটে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহাল শিখা ও কালো ধোঁয়া দেখে চারদিকে আতঙ্ক দেখা দেয়। আগুন নেভাতে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কর্মীদের সাথে স্থানীয় জনতা এগিয়ে আসেন। তাতেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে শান্তিগঞ্জ উপজেলা থেকে দমকল বাহিনী আসে। তখন যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়েন দমকল বাহিনী ও জনতা। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্তরের হাজারো জনতা ছুটে আসেন এবং আগুন নেভাবে যে যেভাবে পারেন সহযোগিতা করেন। অবশেষে সবার প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণ হয়। ততক্ষণে মার্কেটে থাকা ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে এ সময় যদি আগুন নিয়ন্ত্রণ না করা যেত, তাহলে আরো বড় ধরনের ঘটনা ঘটতো বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ মার্কেটের ৩টি দোকান নিয়ে ছিল ব্যবসায়ী প্রদীপ দেবের তীর সোয়াবিন ও মার্কস দুধের ডিলার স্টোর। ১টিতে ছিল প্রতাব দাসের গবাদিপশুর ওষুধ-খাদ্য, সার ও বীজের দোকান। ১টিতে ছিল রাজু ইলেক্ট্রনিক্সের গুদাম, ১টিতে ছিল মৃদুলের লেপ তোষকের দোকান ও অপরটিতে ছিল ওয়ার্কসপ।
এ সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক প্রদীপ দেবের বড় ভাই নিতাই দেব জানান, আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।
প্রতাব দাসের কর্মচারী জানান, আমাদের প্রায় দেড়কোটি টাকার ক্ষতি হয়েছে।
রাজু ইলেক্ট্রনিক্সের মালিক রাজু জানান, আমার প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে লেপ তোষকের দোকান এবং ওয়ার্কসপের কাউকে পাওয়া যায়নি। অন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, তাদেরও কয়েক লাখ টাকার ক্ষতি হতে পারে। সব মিলিয়ে এ অগ্নিকা-ে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com