স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন মহোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শ্রীশ্রী কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্বে করেন শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উদ্যাপন পরিষদের সভাপতি বিপ্রেশ রায় বাপ্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, শিক্ষঅবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, গোলাম সাবেরীন সাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সুনামগঞ্জে এতো বৈচিত্রের মধ্যে একটি ঐক্য আছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, সুনামগঞ্জ অসাম্প্রদায়িক রাজনীতির শহর।
তিনি আরও বলেন, এই কীর্তনকে ঘিরে কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে উৎসব হয়। এখানে মানুষে মানুষে বন্ধন থাকায় এই আয়োজনটি জমজমাট থাকে। আমি এমপি হওয়ার আগে আমার নির্বাচনি এলাকায় পাকা শ্মশান ছিল একটি। যেটা শহরের নবীনগরে। কিন্তু আপনাদের ভোটে সংসদে আসার পর গ্রামে গ্রামে পাকা শ্মশান করেছি। কারণ তারা যেন প্রিয়জনের শেষ বিদায়টি ভালোভাবে করতে পারেন।