বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে নবদম্পতিদের পরিবার পরিকল্পনা এবং সুস্থ বিরতিতে সন্তান গ্রহণ বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা উপ পরিচালক বিকাশ কুমার দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান। প্রোগ্রাম বাস্তবায়নে সিলেটের পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল রিজিওনাল কোঅর্ডিনেটর মিশেল পাল, জেলা কোঅর্ডিনেটর আবদুল কাইয়ুম সার্বিক সহযোগিতা করেন। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম, নিকাহ রেজিস্ট্রার, পুরোহিতগণ। কর্মশালায় নববিবাহিত দম্পতির জন্য পরিবার পরিকল্পনার গিফট বক্স নিশ্চিতকরণ এবং কমপক্ষে ৩ বছর বিরতিতে সন্তান গ্রহণের জন্য বিষয়ক উদ্বুদ্ধ করা হয়।