1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বসন্ত বরণ

  • আপডেট সময় বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
বর্ণিল আয়োজনে ‘সত্যশব্দ আবৃত্তি ও অভিনয় চর্চাকেন্দ্র’ বসন্তকে বরণ করেছে। মঙ্গলবার ফাগুনের প্রথম দিনে সুনামগঞ্জ পৌরসভা মুক্তমঞ্চে “ফাগুন হাওয়া হাওয়ায়” শীর্ষক আয়োজনে মনোমুগ্ধকর গান, নাটক, নৃত্য, কবিতা, ছড়া পরিবেশন করেন ‘সত্যশব্দের’ প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।
ওইদিন গোধূলিবেলায় ক্ষুদে প্রশিক্ষার্থীদের ছড়া পাঠের মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের শুরু হয়। এরপর একে একে গান, নৃত্য, কবিতায় অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রসেনিয়াম গানের দল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সত্যশব্দের পরিচালক দেবাশীষ তালুকদার শুভ্র। পরিচালনায় ছিলেন সত্যশব্দের নৃত্য বিভাগের শিক্ষাগুরু দেবপ্রিয়া পাল।
অপরদিকে, দেশের সবচেয়ে বড় জয়নাল আবেদীন শিমুল বাগানে উদযাপিত হয়েছে বসন্ত বরণ উৎসব ও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি নৃত্য, গান, ছবি আঁকার আয়োজন করে। সকাল থেকে হাজার হাজার পর্যটক, দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের আগমনে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মহি উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, রাখাব উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল। উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৮ উপজেলার ২০০ শিল্পী বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন। এসময় মনোজ্ঞ লোকসংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও কবিতা পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। সুর ও নৃত্যের তালে তালে মুখরিত হয় যাদুকাটা নদী আর শিমুল বাগান। বিকেলে বাউল শিল্পীদের পরিবেশনায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেন, বসন্তের আগমনী বার্তা যাতে দেশবাসীর জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সেই জন্যে নানা আয়োজনের মধ্যদিয়ে আমরা বসন্তকে স্বাগত জানিয়েছি। শিমুল বাগানসহ তাহিরপুরের পর্যটন এলাকাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। পর্যটনবান্ধব সকল সুযোগ-সুবিধা বাড়াতে প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com