স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি তাহিরপুরের কবরস্থান উন্নয়নে দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ। সোমবার রাতে ভাটি তাহিরপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে তিনি অনুদান প্রদানের ঘোষণা দেন। এ সময় হাজার হাজার মুসল্লী করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।
ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সেলিম আহমেদ বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। এই রাজনীতির উদ্দেশ্য হল জনগণের কল্যাণ। বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ করে আমি জনকল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমাদের সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকায় এখনো কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। আমরা নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছি। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে। সবাইকে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।