জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৫তম জন্মমহোৎসব উদযাপন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো জগন্নাথপুর সৎসঙ্গ কমিটির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়।
মঙ্গলবার চিত্রাংকন প্রতিযোগিতা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, নগর পরিক্রমা, ধর্মসভা, লীলা সংকীর্ত্তনসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সময়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। উৎসবে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা শতশত নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় উৎসব আয়োজনকারী জগন্নাথপুর সৎসঙ্গ কমিটির সভাপতি গণেশ চক্রবর্তী, সহ-সভাপতি শংকর রায়, বিশ্বজিত কুমার দাস, সাধারণ সম্পাদক রজত গোপ, সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার গোপ, সাবেক সাধারণ সম্পাদক মৃদুল রায়, সহ-সাধারণ সম্পাদক শ্যামল গোপ, কাজল রায়, জ্যোতির্ময় গোপ, কোষাধ্যক্ষ অরুণ কুমার গোপ, সদস্য সন্তোষ দাস, অসিত রায়, রানু আচার্য্য, হরি দাস, লিটন গোপ, প্রসেন গোপ, বিকাশ চন্দ্র দাস সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান সফলের লক্ষ্যে সার্বিক সহযোগিতা করেন।