বাদল কৃষ্ণ দাস ::
জামালগঞ্জ উপজেলায় সাচনাবাজার থেকে নোয়াগাঁও বাজার সুরমা নদীতে বিআইডব্লিউটিএ’র টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জামালগঞ্জে সুরমা নদীতীরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক নেতা মঞ্জুরুল হক আফিন্দির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বালুপাথর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নূরুল হক আফিন্দি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য দীপক তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, দুর্লভপুর বালি পাথর ব্যবসায়ী সংস্থার সদস্য আব্দুল্লাহ আল মামুন, ঢাকা গাবতলী নৌ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আলীম শেখ, জেলা বালু পাথর নৌ শ্রমিক সংগঠনের সাধারণ স¤পাদক মোহাম্মাদ আলী তালুকদার, দুলর্ভপুর বালু পাথর ব্যবসায়ী সংস্থার সাংগঠনিক স¤পাদক আনোয়ার হোসেন, মকবুল হোসেন আফিন্দী, শ্রমিক নেতা হাবিবুর রহমান প্রমুখ। জামালগঞ্জের দুলর্ভপুর বালু পাথর ব্যবসায়ী সংস্থা, নৌকা মালিক সমিতি ও নৌযান শ্রমিকবৃন্দ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, বিআইডব্লিউটিএ’র নামে পথে পথে নামে-বেনামে জোর জবরদস্তি করে বেপরোয়া চাঁদাবাজি করছে রাঘববোয়ালরা। চাঁদা না দিলেই নৌ-শ্রমিকদের মারধর করাসহ অমানবিক নির্যাতন চালায় চাঁদাবাজ চক্র। বক্তারা আরো বলেন, নৌ-শ্রমিকদের নির্যাতন বন্ধ করে টোলের হার কমানোর কথা বলায় জনৈক ইজারাদার সুনামগঞ্জ তেঘরিয়ার জিসান এন্টার প্রাইজের মালিক শাহ মো. রুবেল আহমেদ কর্তৃক জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দি রাজুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মিথ্যা মামলা হচ্ছে, শ্রমিকদের স্বার্থ রক্ষায় তাদের প্রতিবাদী প্রতিনিধিদের দমিয়ে রেখে অবৈধ চাঁদাবাজি অব্যাহতভাবে চালানোর এক পরিকল্পিত অপকৌশল। চাঁদাবাজরা খেটে খাওয়া শত শত শ্রমিকের কর্মসংস্থান ধ্বংসের পাঁয়তারা করছে।
বক্তারা আরও বলেন, চাঁদাবাজদের উৎপাতে সুরমা নদীতে বালু পাথরবাহী নৌযান চলাচল স¤পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিআইডব্লিউটিএ’র আড়ালে চাঁদাবাজদের এসব অপতৎপরতা বন্ধে নৌমন্ত্রী, জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, উপজেলা প্রশাসন, উপজেলা আইন শৃঙ্খলাবাহিনী সদয় দৃষ্টি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার ও বিআইডব্লিওটিএ-এর টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ না হলে অনির্দিষ্টকালের জন্য বালু পাথর মালবাহী নৌযান বন্ধ রাখার আল্টিমেটাম দেন বক্তারা।