স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে মেগা শপ ‘সারাহ সুপার শপ’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শপটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সুপার শপের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান তানভীরের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, বিটিভি’র সিলেট বিভাগের ব্যুরো চিফ মুক্তাদির আহমেদ মুক্তা, পৌর কাউন্সিলর আবুল হাসনাত মো. কাউসার, সাবেক কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আহমদ, সাংবাদিক বিশ্বজিৎ সেন পাপন, আশিকুর রহমান পীর, দিলাল আহমেদ, নজরুল ইসলাম, আশিকুর রহমান আলম, মোসাইদ রাহাত, মনোয়ার চৌধুরী প্রমুখ।
শপটি স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান তানভীর বলেন, মানুষের চাহিদার কথা ভেবে এবং পরিবারকে সুস্থ রাখার প্রচেষ্টায় শতভাগ নিরাপদ পণ্যের নিশ্চয়তা দিচ্ছি আমরা। এখানে কসমেটিক্স, ইমিটেশন জুয়েলারি, শোপিস, জন্মদিন ও বিবাহের উপহারসামগ্রী, ঘর সাজানোর পণ্য, স্টেশনারি আইটেম- খাতা, কলম, পেন্সিল, ইলেকট্রিক পণ্য, দেশি-বিদেশি চকলেট, দেশি-বিদেশি ড্রিংক্স, ইগলু আইসক্রিম, ফ্রজেন আইটেম, ফাস্ট ফুড, দই-রসমালাই, নিত্য প্রয়োজনীয় পণ্য- চাল, ডাল, তেল, মসলা, আলু, মাছ, মাংস, ডিম, সবজিসহ সকল প্রকার পণ্য পাওয়া যাবে।