স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে বিদ্যালয়ের শেখ রাসেল ল্যাবের তালা ভেঙে ৭টি ল্যাপটপ চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া জানান, পরপর সাপ্তাহিক ছুটির দিন থাকায় বিদ্যালয় বন্ধ ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা নৈশপ্রহরীর অগোচরে রাতের আঁধারে বিদ্যালয়ে প্রবেশ করে ল্যাব ফটকের দুটি তালা ভেঙে ৭টি ল্যাপটপ চুরি করেছে। রবিবার সকালে বিদ্যালয় খোলা হলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী তুরান মিয়া ও দপ্তরি এখলাছুর রহমানকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসা হয়েছে। চুরির বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।