স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রকিব (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুর রকিব আক্তাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর থেকে একটি মোটরসাইকেল সুনামগঞ্জ যাচ্ছিল। এ সময় আক্তাপাড়া বাজার এলাকায় সড়ক পারাপারের সময় পথচারী আব্দুর রকিবকে ধাক্কা দেয় দ্রুত গতির মোটরসাইকেলটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। মোটরসাইকেল আরোহীর নাম-ঠিকানা জানাযায়নি।
শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।