সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সদর উপজেলার সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ শহরে বিশাল মিছিল করে। শনিবার সকালে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুছ ছাত্তার। মিছিলে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জুবিলী স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে মিলিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সার্জেন্ট আওয়ামী লীগ নেতা মো. দুলাল মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল আলী, শাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক স¤পাদক সালেক মিয়া, সাইফুল ইসলাম, রেজু মিয়া, মুক্তিযোদ্ধার সন্তান আক্তার হোসেন, ওয়ার্ড আ.লীগ সভাপতি স্বপন মিয়া, সাধারণ স¤পাদক আব্দুল কাদির, আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান, আব্দুন নুর, যুবলীগ নেতা সফর উদ্দিন, রাজা মিয়া, ইসমাইল হোসেন, শাহিদুল ইসলাম সাহেদ, যুবলীগের সাধারণ স¤পাদক জয়নাল আবেদীন প্রমুখ।
সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুছ ছাত্তার বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। তিনি বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নূরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক হিসেবে নোমান বখত পলিনকে নির্বাচিত করায় আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। – সংবাদ বিজ্ঞপ্তি