স্টাফ রিপোর্টার ::
বর্ণাঢ্য আয়োজনে বিশ্বম্ভরপুরে খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলন উদ্বোধন করেন পলাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
সুনামগঞ্জ জেলা খেলাঘরের সাধারণ স¤পাদক মো. রাজু আহমেদ-এর পরিচালনায় ও জাহানারা বেগমের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের কোষাধ্যক্ষ প্রদীপ কুমার পাল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, দিল লিটিল বার্ড একাডেমির অধ্যক্ষ জীবন কৃষ্ণ দাশ।
সম্মেলনে জাহানারা বেগমকে সভাপতি ও মনিকা দাশকে সাধারণ স¤পাদক ঘোষণা করে ২৭ সদস্যবিশিষ্ট খেলাঘর বিশ্বম্ভরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি জীবন কৃষ্ণ দাশ ও তার্জনা দেবী হাজং, কোষাধ্যক্ষ তন্ময় দাশ, সাংগঠনিক স¤পাদক উত্তরণ দাশ জয়, সাংস্কৃতিক স¤পাদক বর্ণা রানী শীল, প্রচার ও প্রকাশনা স¤পাদক মোবাশ্বিরা বেগম, স¤পাদকম-লীর সদস্য – মিতারা আক্তার, সন্ধ্যা রাণী দাশ, লিটন দাশ, উচ্ছ্বাস দাশ, তিসতা দেবী হাজং, রুপালি আক্তার, শিউলি আক্তার, কার্যকরি সদস্য- অর্চি রানী দাশ, রিপন মিয়া, সুষমা রানী হাজং, শেলি রানী দাশ, বর্ষা রানী দাশ, মৌটুসী দাস, রুনা বেগম, সারমিন আক্তার, প্রনালী দাশ, দিতি দাস, লিমা দাস ও রুদ্র হাজং।
সম্মেলন শেষে নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়।