স্টাফ রিপোর্টার ::
কালিদহ সাহিত্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অব.) মহিবুল ইসলাম।
সভায় আলোচনা করেন সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, প্রভাষক মানিক উল্লাহ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষিকা নাসরিন আক্তার খানম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক রওনক বখত প্রমুখ।
আলোচনা সভা শেষে অ্যাডভোকেট শাহ আলম মহিউদ্দিনকে সভাপতি ও নাসরিন আক্তার খানমকে সাধারণ স¤পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।