স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও শুল্ক স্টেশনে থামছেনা চোর চক্রের দৌরাত্ম্য। এবার চতুর্থ দফায় ১২০ বস্তা চোরাই কয়লসহ একজনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের হারিছ উদ্দিনের ছেলে আবু বক্কর (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ শাহাদৎ হোসেন ও টেকেরঘাট পুলিশ ক্যা¤েপর পুলিশ সদস্যের সহযোগিতায় আবু বক্করের বাড়ির উঠানে বস্তাভর্তি করে রাখা ১২০ বস্তা কয়লাসহ তাকে আটক করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ ইফতেখার হোসেন কয়লাসহ হারিছকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাহিদুর রহমান জানিয়েছেন, শুল্ক স্টেশনে কয়লা চুরি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, এর আগে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের উপদেষ্টা হাজী আবুল হোসেন খান, সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার ও বিশিষ্ট আমদানিকারক মো. জিয়াউল হকের নির্দেশনায় ও আমদানিকারকদের সহযোগিতায় ১ম দফায় ১০ লক্ষ টাকার কয়লা, ২য় দফায় ৪ লক্ষ টাকার চুনাপাথর, ৩য় দফায় ১০৭ বস্তা কয়লাসহ ১জনকে গ্রেপ্তার করে পুলিশ।