দিরাই প্রতিনিধি ::
দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয়ের কনফারেন্স হলে এ অনুষ্ঠান স¤পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাংগঠনিক স¤পাদক গোলাম মোস্তফা সরদার রুমি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফারুক সরদার, কাউন্সিলর লিয়াকত মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।