স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভা পর্যায়ে দু’দিনব্যাপী আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার শহরের রাজগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবনের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কেননা শিক্ষা ছাড়া জীবন অর্থহীন। জীবন এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করার জন্য বিদ্যা অর্জন করতে হবে।
মেয়র নাদের বখত আরও বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের সুনামগঞ্জ অনেক পিছিয়ে। আমাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় মেয়র নাদের বখত পৌরএলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেন।