স্টাফ রিপোর্টার :::
সুনামগঞ্জ দাবা খেলোয়াড় সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পুরাতন ক্রীড়া সংস্থার একটি কক্ষে স্থাপিত কার্যালয়ের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সুনামগঞ্জ দাবা খেলোয়াড় সমিতির সভাপতি মো. কাওসার আলমের সঞ্চালনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাড. শামছুল আবেদীন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উন্মুক্ত দাবা খেলা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দাবা খেলোয়াড় সমিতির সভাপতি মো. কাওসার আলম বলেন, এখন থেকে প্রতিদিন সবাই এসে দাবা খেলতে পারবেন। আমরা সবার জন্য এটি উন্মুক্ত করে দিয়েছি।