ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের বাবলু সুপার মার্কেটে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও পৌরসভার প্রতিষ্ঠাতা মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, আনিসুর রহমান সুমন, পৌর আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সদস্য ও ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শামছু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, শ্রমিক লীগ নেতা আব্দুল কুদ্দুস, সাবেক পৌর কাউন্সিলর আছাব মিয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ স¤পাদক মাহফুজ বাবলু, পেপার মিল দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহ আলম, পৌর যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান লাভলু, বাবুল মিয়া, নূর আলম, রূপক গোস্বামী, শামসুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্য আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু বলেন, বঙ্গবন্ধুর সোনার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আগে আওয়ামী লীগের কর্মীদের সুসংগঠিত থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসাবে জাতির কাছে তুলে ধরতে হলে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকা-কে তুলে ধরতে হবে।