শহীদনূর আহমেদ ::
১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে বিশেষ বর্ধিত সভা করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বিগত সময়ের জেলা আওয়ামী লীগের গ্রুপিং-কোন্দল, সাংগঠনিক কার্যক্রমের সমালোচনা করেন। এছাড়া তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করা, বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশ করাসহ সাংগঠনিক স্থবিরতাসহ নানা দিক তুলে ধরে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় আগামী ১১ ফেব্রুয়ারি সম্মেলনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটু সুসংহত কমিটি গঠনের আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সহ-সভাপতি নোমান বখত পলিন, অবনী মোহন, রেজাউল করিম শামীম, যুগ্ম সাধারণ স¤পাদক হায়দার চৌধুরী লিটন, শংকর দাস, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক স¤পাদক সিরাজুর রহমান সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১১ ফেব্রুয়ারিতে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ স¤পাদক ওবায়দুল হকসহ কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।