ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত ঋত্তিক দাস (৪) উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় গ্রামের রতন দাসের ছেলে। রবিবার বেলা ১২টার দিকে সুখাইড় গ্রামের দক্ষিণ দিকের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজিবাইক চালক ইয়ামিনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওইদিন সকালে ঋত্তিকের চাচা গ্রামের দক্ষিণের জমিতে কাজ করছিলেন। ঋত্তিক তার চাচার মোবাইল ফোন দিতে সেখানে যাচ্ছিল। পথিমধ্যে ইজিবাইক চাপায় সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।