স্টাফ রিপোর্টার ::
“স্মার্ট গ্রন্থাগার স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জের আয়োজনে বুক রিভিউ প্রোগ্রাম, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে শিশু শিক্ষার্থীসহ তাঁদের অভিভাবকগণও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও গল্পসহ বিভিন্ন পাঠ পরিবেশন করেন।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মো. মশিউর রহমান, সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, শিশু একাডেমির প্রশিক্ষক স্বপন চৌধুরী, সাংবাদিক আকরাম উদ্দিন, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ প্রমুখ।