শান্তিগঞ্জ প্রতিনিধি ::
মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শান্তিগঞ্জ থানা প্রাঙ্গণে প্রীতি ফুটবল ম্যাচ পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী।
সেকেন্ড অফিসার তপন কান্তি দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক ও পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি ছদরুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।
শান্তিগঞ্জ থানা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রীতি ফুটবল ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিজয়ী হয়।