স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের কৃতী সন্তান, দেশবরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন নানা শ্রেণিপেশার মানুষ। রবিবার দুপুরে মাইজবাড়ি গ্রামে তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রসিদ আহমদ, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আব্দুল কাদির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদসহ জাতীয় পার্টি সুনামগঞ্জ সদর, জাতীয় যুব সংহতি নেতৃবৃন্দ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।